মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

পেশাগত জীবনে বিভিন্ন মানসিক চাপ


পেশাগত জীবনে নানা কারনেই মানসিক চাপ আসতে পারে স্বৈরশাসক প্রকৃতির উচ্চপদস্থ কর্তা অথবা কাজের ভীষণ চাপ, এমনকি সহকর্মীদের সাথে প্রতিযোগিতাও অনেক সময় মানসিক চাপের কারন হয়ে দাড়ায় সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে চাকুরীজীবীদের মধ্যে প্রায় তিন ভাগের এক ভাগ তাদের কর্মক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ নিয়ে কাজ করে যান গবেষণায় আরও দেখা যায় মানসিক চাপে আক্রান্ত এই চাকুরীজীবীরা জানেন না কীভাবে এই অবস্থার সাথে খাপ খাওয়াতে হয় গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল আমাদের এটাই মনে করিয়ে দেয় যে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে তাদের কর্মকর্তাদের মানসিক সাস্থের ব্যাপারে আরও মনযোগী হউয়া উচিত
গবেষণা প্রতিষ্ঠান .পি.. ২০১৩ সালের জানুয়ারি মাসে প্রায় ১৫০০ চাকুরীজীবীর উপর একটি গবেষণা চালান এই ১৫০০ চাকুরীজীবীর বয়স ১৮ বছরের উপরে এবং তারা সকলেই পূর্ণকালীন, খন্দকালিন বা অন্য যে কোন প্রকার কাজে নিয়োজিত গত মার্চ মাসে প্রকাশিত এই গবেষণার ফলাফলে দেখা যায় গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় তিনভাগের একভাগ দীর্ঘস্থায়ী মানসিক সমস্যায় ভুগে থাকেন এর কারন হিসেবে তারা যে বিষয়গুলোকে উল্লেখ করেন সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কম বেতন, পদোন্নতির সুযোগের অভাব এবং প্রচণ্ড কাজের চাপ কিন্তু অবাক করার মত বিষয় হল ৩৬ ভাগ চাকুরীজীবী বলেন তারা তাদের কর্মস্থল থেকে মানসিক চাপ মুক্তির ব্যাপারে সহায়তা পেয়ে থাকেন ৫০ ভাগের বেশি অংশগ্রহণকারী বলেন তাদের কর্মস্থলে এই মানসিক চাপ দূর করার জন্য পর্যাপ্ত পরিমান সুযোগ সুবিধা রয়েছে
এটা সত্যি যে অনেক প্রতিষ্ঠানেই কর্মকর্তাদের মানসিক চাপ দূর করার জন্য নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয় বিভিন্ন ধরনের কর্মশালা বা সেমিনার আয়োজন সেগুলোর মধ্যে অন্যতম কর্মকর্তারা সেই সব সেমিনারে যোগদানের মাধ্যমে উপকৃত হতে পারেন কখনও কখনও ব্যত্তিগত উদ্যোগেও তারা বিভিন্ন সেমিনারে অংশ গ্রহন করতে পারেন কর্মক্ষেত্রে চাপ থাকবেই তাই প্রতিষ্ঠানের সহায়তা কিংবা ব্যত্তিগত উদ্যোগযেভাবেই হোক না কেন, এই চাপ মোকাবেলা করা শিখতে হবে কর্মক্ষেত্রে কৃতিত্তের সাথে টিকে থাকতে হলে মানসিক চাপকে সাফল্যের সাথে মোকাবেলার কোন বিকল্প নাই ৷৷

1 comments:

  1. নতুন নতুন ভালোবাসার গল্প, কষ্টের গল্প ও মজার মজার গল্প পড়তে ভিজিট করুন
    www.valobasargolpo2.xyz

    উত্তরমুছুন

আপনার ভালো লাগা বা মন্দ লাগা মতামতের মাধ্যমে জানান