তোমাদের সত্যিকারের সুখ
সমসাময়িক একটি গবেষনায় বলা হয় যে, যখন আমরা বন্ধুদের সঙ্গে বেশি সময় ব্যয় করতে শুরু করি তখন আমাদের নিকটতম এবং প্রিয়জনদের সাথে কাটানো সময়কে কম সুখের মনে হয় ৷ কিন্তু অনেকেই এর সাথে হয়ত একমত হবে না ৷ তবে এটা নয় যে, আপনি আপনার প্রিয়জনকে পছন্দ করছেন না ৷ কিন্তু আপনি যখন বেশির ভাগ সময় বাইরে কাটাবেন তখন আপনার পরিবারকে আপনার অসহ্য মনে হবে ৷ এটা কেন ? আপনার পরিবারে সময় এবং জায়গা দুটোই আছে তবে কিসের জন্য আপনি আপনার সুখ অনত্র খুঁজবেন ৷ পরিবারের বাইরে সুখ খুঁজতে গিয়ে আপনি নিজেই একসময় অসুখী হয়ে পড়বেন ৷ লন্ডন স্কুল অফ ইকোনমিক এর গবেষণায় তারা তাদের তিন বছরের সুখের জীবনের সংঙ্গায় বলেছেন যে, “ যেসব কার্যবিধি আমাদের সুখী করে তার মধ্যে অন্যাতম হলো যৌনজীবন ৷ এবং মজার ব্যাপার হলো টাকা কখনোই সুখের চাবি কাঠি নয় ৷
নতুন নতুন ভালোবাসার গল্প, কষ্টের গল্প ও মজার মজার গল্প পড়তে ভিজিট করুন
উত্তরমুছুনwww.valobasargolpo2.xyz