কে বলে তুমি নেই আমার কাছে,
তুমি চলে গেছ ঠিকই, তবু-
তোমার ফেলে যাওয়া গঞ্জনারা আছে।
তুমি ভুলে গেছ, এড়িয়ে গেছ ভেবে-
চিরতরে তোমাকে বেঁধে ফেলি পাছে।
কিভাবে জানিনা পুষছ, এখনো ভালোবাসা,
হৃদয়য়ের সাথে মিশিয়ে হৃদয়-
এখনো নাকি অযাচিতের কাছে আসা।
হয়তবা সে আপন বক্ষ খুলে-
দিয়েছে তোমাকে স্বীয় রক্তের ভাষা।
সবই ভুল, ইচ্ছেমত ফরমায়েশি মিছে চাওয়া,
জীবনী শক্তিনাশী, ক্ষণিকের ভাললাগা,
জীবনের অপচয় ক’রে, মিছামিছি পাওয়া।
ফিরে দেখবে, যা ছিল একেবারেই আপন-
পরের সাথে মিশে সেও চিরতরে হাওয়া।
তুমি চলে গেছ ঠিকই, তবু-
তোমার ফেলে যাওয়া গঞ্জনারা আছে।
তুমি ভুলে গেছ, এড়িয়ে গেছ ভেবে-
চিরতরে তোমাকে বেঁধে ফেলি পাছে।
কিভাবে জানিনা পুষছ, এখনো ভালোবাসা,
হৃদয়য়ের সাথে মিশিয়ে হৃদয়-
এখনো নাকি অযাচিতের কাছে আসা।
হয়তবা সে আপন বক্ষ খুলে-
দিয়েছে তোমাকে স্বীয় রক্তের ভাষা।
সবই ভুল, ইচ্ছেমত ফরমায়েশি মিছে চাওয়া,
জীবনী শক্তিনাশী, ক্ষণিকের ভাললাগা,
জীবনের অপচয় ক’রে, মিছামিছি পাওয়া।
ফিরে দেখবে, যা ছিল একেবারেই আপন-
পরের সাথে মিশে সেও চিরতরে হাওয়া।
ভুল করে চলে গেছ নতুন ভুলের পথে,
জানলেও না কখন কিংবা কোথায়-
আততায়ী অপেক্ষায় নগ্ন অসি হাতে।
সে প্রাণে মারবে না, ফিরবে- আত্মাটাকে
বিঁধে নিয়ে, চুমুক দিয়ে, নরক উল্লাসে মেতে।
দুঃখ কি আর বল, ভয় কি আর মনে,
বিসর্জন দিয়েছি, শেষ সুতোটি ছিঁড়ে।
অনুভূতিতে ফিরে এসো তোমার অন্তিম ক্ষণে,
সুখের তাড়নায়, মৃত্যুর কাছাকাছি-
আমি থাকব বসে তোমারই পথ পানে...........
জানলেও না কখন কিংবা কোথায়-
আততায়ী অপেক্ষায় নগ্ন অসি হাতে।
সে প্রাণে মারবে না, ফিরবে- আত্মাটাকে
বিঁধে নিয়ে, চুমুক দিয়ে, নরক উল্লাসে মেতে।
দুঃখ কি আর বল, ভয় কি আর মনে,
বিসর্জন দিয়েছি, শেষ সুতোটি ছিঁড়ে।
অনুভূতিতে ফিরে এসো তোমার অন্তিম ক্ষণে,
সুখের তাড়নায়, মৃত্যুর কাছাকাছি-
আমি থাকব বসে তোমারই পথ পানে...........
(সংগৃহীত)